উপ্তার (UUPTWA) আত্মপ্রকাশ এবং সেদিনই প্রেস ক্লাবে কেন্দ্রীয় হারে বেতন ক্রমের দাবিতে সাংবাদিক সম্মেলন।
বিকাশ ভবনে এডুকেশনাল সেক্রেটারিকে প্রাথমিক শিক্ষকদের আর্থিক বঞ্চনার অবসান ঘটানোর দাবিপত্র পেশ।
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় শ্রী শান্তিরাম মাহাতো মহাশয়কে দাবিপত্র পেশ।
জেলায়-জেলায় ,সার্কেলে-সার্কেলে এস. আই .এস , চেয়ারপার্সন ও ডি .আই দের কাছে আমাদের দাবিপত্র পেশ ও সংবাদ-মাধ্যমে উপ্তার সংবাদ পরিবেশনের সূচনা।
ষষ্ঠ পে-কমিশনের দপ্তরে বিস্তারিত আলোচনা ও আমাদের দাবির স্বপক্ষে জোরালো আবেদন । এছাড়া সমগ্র জুলাই মাস জুড়ে চলে বিরোধী দলনেতা জনাব আব্দুল মান্নান ,বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র ও বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকে স্মারকলিপি প্রদান। বিরোধী দলনেতা জনাব আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কর্তৃক আমাদের দাবির স্বপক্ষে মুখ্যমন্ত্রীকে চিঠি। এছাড়াও মাননীয় রাজ্যপাল ও মাননীয়া মুখ্যমন্ত্রীকে দাবিপত্র পেশের জন্য রাজ্যজুড়ে শিক্ষক শিক্ষিকাদের স্বাক্ষর সংগ্ৰহ কর্মসূচি।
উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA) এর বৈধ রেজিস্ট্রেশন নম্বর প্রাপ্তি।
সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত বিরাট পদযাত্রা ও সমাবেশ, পাশাপাশি নবান্নে শিক্ষকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পেশ।
উত্তরবঙ্গে উত্তরকন্যা ও দক্ষিণবঙ্গে বিকাশভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ও এডুকেশনাল সেক্রেটারিকে স্মারকলিপি প্রদান।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কর্তৃক আমাদের দাবির স্বপক্ষে পুনরায় মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদান ।
মাননীয় শিক্ষামন্ত্রীর ডাকে সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও শিক্ষক শিক্ষিকাদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা।
ঐতিহাসিক মহামিছিল (সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রেসক্লাব ) ও সাংবাদিক সম্মেলনে উপযুক্ত তথ্য প্রমাণসহ মাননীয় শিক্ষামন্ত্রীর অপমানজনক মন্তব্যের প্রতিবাদ ও ৩০ অক্টোবর ২০১৮ তারিখে কারাবরণকারী শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জ্ঞাপন।
প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বেতন বঞ্চনা নিয়ে আলোচনায় সরকার রাজি না-হওয়ায় বিধানসভা অধিবেশনে বাম ও কংগ্ৰেস সদস্যদের ওয়াক-আউট।
চাঁদা বয়কট আন্দোলনের চাপে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়ায় সরকার ৪০% বরাদ্দ বৃদ্ধি করতে বাধ্য হল।
শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের মহামিছিল এবং রামলীলা ময়দানে সভা ও সরকারকে আলোচনার জন্য ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা নির্ধারণ।
রাজ্য কমিটির সভায় বাংলার প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা নিয়ে দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং NCTE দপ্তরে ডেপুটেশনের সিদ্ধান্ত গৃহীত হলো।
সর্বভারতীয় বেতন কাঠামোর দাবিতে দিল্লীর যন্তর-মন্তরে 1 দিনের ধর্ণা ও কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে এবং NCTE কে ডেপুটেশন প্রদান।
অবৈধ বদলী বাতিল ও সঠিক বেতন কাঠামোর দাবিতে রাজা সুবোধ চন্দ্র মল্লিক স্কোয়ার থেকে রাণি রাসমণি রোড পর্যন্ত মিছিল। মিছিলে জলকামান-লাঠিচার্জ ও গ্ৰেপ্তার । এবং বিধানসভার মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন, সম্পাদিকা সহ ৪৬ জন উস্থিয়ান আটক|
অবৈধ বদলী বাতিল ও সঠিক বেতন কাঠামোর দাবিতে সম্পাদিকা সহ ২৪ জনের ১৪ দিনের ঐতিহাসিক আমরণ অনশন-অবস্থান ও অনশন শেষে দাবির আংশিক জয়| আমাদের ১৪ জন সহকর্মীর অবৈধ বদলি বাতিল করে তাদের পুনরায় পূর্বের চক্রে যোগদানের সরকারি আদেশ ও প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর সংশোধনের সরকারি আদেশ প্রকাশ|
২৬/০৭/২০১৯ এর বেতন সংশোধনের আদেশ এর সঠিক ক্লারিফিকেশন চেয়ে প্রেসক্লাবে প্রেস কনফারেন্স ও শিক্ষাদপ্তরে চিঠি প্রেরণ।
২৬/০৭/২০১৯ এর বেতন সংশোধনের আদেশের সঠিক প্রয়োগ ও সেই আদেশের Notional Effect ০১/০১/২০০৬ থেকে দেওয়ার দাবিতে যাদবপুর বাসস্ট্যান্ড থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি পর্যন্ত মহামিছিল। মাঝপথে মিছিলের পথ আটকালো প্রশাসন। শিক্ষামন্ত্রীর বাড়িতে সংগঠনের প্রতিনিধিদলের বৈঠক ও দাবিপেশ। দাবি না-মানার জন্য অবস্থান। রাতে শতাধিক শিক্ষক আটক ও দশজন শিক্ষক শিক্ষিকাদের নামে CRPC ধারায় মামলা। ৭ নভেম্বর তাঁদের সকলেরই জামিন|
NIOS এর কলকাতার কার্যালয়ের সামনে NC সমস্যার সমাধান চেয়ে জমায়েত ও ডেপুটেশন প্রদান|
২৬/০৭/২০১৯ এর বেতন কাঠামোর আদেশের সঠিক প্রয়োগ ও ব্যাখ্যা চেয়ে করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল। করুণাময়ী বাসস্ট্যান্ডে পুলিশের ধরপাকড় ও শতাধিক শিক্ষক শিক্ষিকা গ্ৰেপ্তার।
UUPTWA এর পক্ষ থেকে আমফান ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে Rs.100000.00 প্রদান।
রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল ও সভা এবং মাননীয় কমিশনার(বিদ্যালয় শিক্ষা) কে ডেপুটেশন প্রদান।
সঠিক ক্লারিফিকেশনের দাবিতে করুনাময়ী থেকে মিছিল, মিছিল শুরুর আগেই পুলিশি ধরপাকড়। গ্ৰেপ্তার শতাধিক শিক্ষক|