#ট্রান্সফার সমস্যা সমাধানে_উপত্বা আমরা চেষ্টা করি, কেবল মুখে নয়,আমরা চেষ্টা করি কাজে যাতে সেটা হয়। চলুন আজ একটু জানুয়ারি 28 এর কয়েকদিন আগে ফিরে যায়।20.01.2021 : সুদূর দার্জিলিং থেকে আমাদের কাছে ফোন আসে "স্যার,কুছ কিজিয়ে,হামেলোগ ইহাপে বহুত পরিসানী মেই হু", - এই খবরটা আমাদের নেত্রীর কাছে প্রথম তারা পৌঁছে দেয় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ওনারাও প্রাথমিক শিক্ষক,না ওনারা আমাদের uuptwa এর আন্দোলনে আগে কখনো পা মেলাননি।আমরা সেভাবে আগে ওখানে পৌঁছাতে পারিনি। তাতে কি যায় আসে!আনন্দ ছেত্রী স্যারকে ফোন করে জানতে পারা গেল,2003 সাল থেকে দার্জিলিংয়ের শিক্ষকদের সেভাবে কোনো বদলি হয়নি!!বিনম্র আত্মবিশ্বাসী সেই আবেদন,-"স্যার,উস্থি কুছ কর সকতা হ্যাঁয়, আপ লোগ কুছ কিজিয়ে।" আমরা লিস্ট চাইলাম,ওনারা লিখিত ভাবে uuptwa এর প্রেসিডেন্টকে একটি আবেদনও করেন,লিস্ট জমা দেন এবং সর্বোপরি সেই সুদূর দার্জিলিং থেকে নয়জনের একটা টিম 26 তারিখ রাত্রে কোলকাতায় নামে 28 জানুয়ারির মিছিলে পা মেলাবে বলে!!ওনাদের এই মনোভাবকে আমরা স্যালুট জানাই। ওনাদের দাবিপত্র,লিস্ট এবং সমস্যার কথা সেদিন তুলে ধরেন আমাদের ডেপুটেশন টিম কমিশনারের কাছে।উনিও সেদিন আশ্বস্ত করেন।আমরা বাকিদের স্বচ্ছ ভাবে ট্রান্সফারের কথাও বলি,উনি জমা দিতে বলেন।আমরা তার হিসাবও রাখছি।তারপর থেকে মাঝে বেশ কয়েকবার আমাদের টিম দাবি সহ ট্রান্সফারের ব্যাপারে দপ্তরে দরবার করেন। আর আজ তারই ফলশ্রুতিতে সেদিন আনন্দ ছেত্রী বাবু যে লিস্ট আমাদের দিয়েছিলেন প্রায় হুবহু সেই ভাবেই ওনাদের ট্রান্সফার হয়েছে। দপ্তরকে আমাদের এই কথা রাখার জন্য ধন্যবাদ জানাই,সেই সঙ্গে আমরা দার্জিলিংয়ের শিক্ষকদের সমস্যায় পাশে দাঁড়াতে পেরে এবং সহযোগিতা করতে পেরে আপ্লুত। নিচে উপরের বর্ণিত তথ্য,আনন্দ বাবুর লিস্ট,বদলি হওয়ার পর আজকের লিস্ট এবং uuptwa প্রেসিডেন্টকে করা আবেদন সব তুলে ধরা হল। সকলকে আমরা এই বলে আশ্বস্ত করতে চাই যে, আমরা প্রাথমিক শিক্ষকদের পাশে আছি,আমরা শিক্ষার্থীদের পাশে আছি,আমরা শিক্ষার উন্নতিতে যারা সহযোগিতা করবেন তাদেরও পাশে আছি। প্রাথমিক শিক্ষক ঐক্য জিন্দাবাদ UUPTWA জিন্দাবাদ UUPTWA GOVERNING BODY