uuptwa@gmail.com 8961418704
Notice Section

NOTICE

আগামী নির্বাচন সংক্রান্ত ভোটকর্মীদের সমস্যা সমাধানের আবেদন : Usthi United Primary Teachers Welfare Association এর তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে আগামী 2021 বিধানসভা নির্বাচন উপলক্ষে আমরা নির্বাচনে নিযুক্ত সকলের জন্য সাংগঠনিক ভাবে নির্বাচন দপ্তরের ঊর্ধতন আধিকারিকদের কাছে নিম্নলিখিত বিষয়গুলির সুষ্ঠ সমাধানের দাবি জানিয়েছে: 1. ভোর 5:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত বুথের ভিতরে ভোটের কাজ 13 ঘন্টা এক ভাবে করা অসম্ভব, 2. মাঝ খানে নূন্যতম আধ ঘন্টার বিরতি প্রয়োজন, 3. নূন্যতম একবার টিফিন এবং মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করা,কারণ বহু জায়গায় সেদিন প্রায় সব দোকান বন্ধ থাকে, 4. ভোর থেকে 13 ঘন্টা একটানা ডিউটি করার পরও DCRC তে গিয়ে আরও বহু ঘন্টার কাজ থাকে,একথায় এই অমানবিক ভাবে সারাদিন চাপের মধ্যে নিযুক্ত করে রাখা গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ের প্রথম অগণতান্ত্রিক ব্যবস্থা তাও জানানো হয়েছে, 5. এছাড়াও টিফিনের বরাদ্দ টাকা সঠিক ভাবে কার্যকর বহু ক্ষেত্রে করা হয়নি, তার প্রতিকারের জন্য আলাদাভাবেও চিঠি করা হয়েছে। ওনাদের তরফ থেকে আমাদের দাবি নির্দিষ্ট স্থানে যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অভিযোগের প্রাপ্তি স্বীকার করার মেইল আমরা পেয়েছি। আশা রাখছি,উপরিউক্ত সমস্যাগুলির যথোপযুক্ত সমাধান এবং ভোটকর্মীদের সুরক্ষার যথোপযুক্ত ব্যবস্থা আমরা কার্য ক্ষেত্রে দেখতে পাবো। সকলকে ধন্যবাদ, ভাস্কর ঘোষ রাজ্য সম্পাদক UUPTWA 06.03.2021