#UUPTWA_ত্রাণ সংক্রান্ত অনুদান দেওয়া বন্ধ করার আবেদন: এতদ্বারা সকল শিক্ষক-শিক্ষিকা সহকারী বৃন্দকে জানানো যাচ্ছে যে,"ইয়াস ত্রাণ" সংক্রান্ত যে অনুদানের আবেদন Usthi United Primary Teachers Welfare Association এর তরফ থেকে করা হয়েছিল,আজ 09.06.2021 দুপুর 12 টা থেকে সেখানে আর কোনো শিক্ষক-শিক্ষিকা কোনোরকমের আর্থিক অনুদান দেবেন না।আমরা যেটুকু ত্রাণের কাজ করতে পারব সেই পরিমাণ অর্থ সাহায্য পেয়ে গেছি।এই ব্যাপারে আপনাদের আমরা নিশ্চিন্ত করাতে চাই,ত্রাণের শেষে সময়মত ত্রাণ সংক্রান্ত আর্থিক আয়-ব্যয়ের হিসাব উপযুক্ত প্রমাণ সহ আমরা আপনাদের সামনে প্রকাশ্যে তুলে ধরব। আপনারা এবং আরও যারা ত্রাণের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাদের স্বল্প ভাষায় ধন্যবাদ জানানো সম্ভব নয়।আপনাদের সহযোগিতার জন্যই সংগঠন স্বচ্ছতার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে।সকলের প্রতি আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা রইল। সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন আর এভাবেই মিলে মিশে,পাশে পাশে থেকে আমরা এগিয়ে যাব আগামীর দিকে। ধন্যবাদান্তে, UUPTWA GOVERNING BODY 09.06.2021