কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে 18.05.2021 তারিখে UUPTWA GOVERNING BODY-র একটি ভার্চ্যুয়াল মিটিংয়ে আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত প্রস্তাব গুলি গৃহীত হয়- ১) পূর্বের মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে বেশ কিছু জেলায় কোভিড কন্ট্রোল রুমের কাজ শুরু হয়েছে এবং তারা খুব ভালো ভাবে কাজ করছে। ২) বেশ কিছু জেলা পরিকল্পনা গ্রহন করেছে এবং অতি শীঘ্রই সেই জেলা গুলোতে কাজ শুরু হবে। ৩) যদি কোন জেলা শুরু না করে থাকে তাহলে এই কর্মসূচী সফল করতে ইচ্ছুক/আগ্রহী সংশ্লিষ্ট জেলার শিক্ষক/শিক্ষিকাগন জেলা কমিটির সাথে যোগাযোগ করুন। ৪) কোভিড সহায়তা কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার উস্থিয়ানরা প্রয়োজন মতো হাসপাতালে ভর্তি, ডাক্তারের পরামর্শ, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, ঔষধ, খাদ্য/খাদ্যসামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, রক্ত প্রভৃতি প্রয়োজনীয় পরিষেবা আক্রান্তদের কাছে পৌঁছে দেবার জন্য যথাযথ উদ্যোগ / ব্যবস্থা গ্রহন করবে। ৫) সংশ্লিষ্ট জেলা/মহকুমার স্বেচ্ছাসেবকদের নাম এবং মোবাইল নম্বর সংশ্লিষ্ট সর্বত্রই দেওয়া থাকবে যাদের সাথে আক্রান্ত বা তাদের পরিবার তাদের সমস্যা/ প্রয়োজনীয়তার কথা জানাতে পারবেন। ৬) স্বাস্থ্য দপ্তর/ প্রশাসন কর্তৃক প্রদত্ত সমস্ত কোভিড প্রোটোকল এবং নিয়মাবলী মেনে আমরা সমস্ত কাজকর্ম করব। ৭) কোভিড সহায়তা সংক্রান্ত বিষয়ে অর্থের লেনদেন করার প্রয়োজন হলে তা আগাম রাজ্য গভর্নিং বডিকে জানিয়ে এবং অনুমতি নিয়ে করতে হবে। ৮) প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে অরাজনৈতিক সংগঠন/ সংস্থা/ NGO-র সাথে যৌথ উদ্যোগে কাজ করতে পারে। ৯) সংশ্লিষ্ট জেলার প্রশাসনের অনুমতি/সম্মতি সাপেক্ষে সমস্ত কাজ করা হবে। UUPTWA Governing Body. 19/05/2021