#UUPTWA DEPUTATION-28/09/2021.(Part-1) 1)গতকাল শিক্ষাদপ্তরের সাথে যে আলোচনা ছিলো সেখানে আমাদের প্রথম আলোচ্য বিষয় ছিল আমাদের নোশনাল(NOTIONAL)। আমরা যেহেতু আগেই এই নিয়ে আমাদের দাবিপত্র( সব ডকুমেন্ট সহ) জমা দিয়েছি তাই নতুন করে কোনো কপি দিতে চাইনি। কারণ উনাদের কথা ছিল যে অর্থ দফতর থেকে খবর নিয়ে উনারা আমাদেরকে বিষয়ে জ্ঞাত করবেন। কালকে মাননীয় কমিশনার বলেন যে আপনাদের বিষয়টা আন্ডার কনসিডারেশন আছে এবং এটা যেহেতু সার্ভিস রিলেটেড বিষয় তাই একটু সময় লাগবে। তবে এটার সমাধানের বিষয়ে উনি আশ্বাস দিয়েছেন কারণ এই সংক্রান্ত যে সমস্যা হয়েছে(সিনিয়র জুনিয়র বেতন বৈষম্য, ১৮ বছরের সমস্যা) সরকারি চাকরিতে সেটা হওয়া উচিত নয়। আমরা আশা করছি এই সমস্যা বিষয়ে সরকারের সদর্থক পদক্ষেপ দ্রুত দেখতে পবো। UUPTWA STATE COMMITTEE. 29/09/2021.