uuptwa@gmail.com 8961418704
Notice Section

NOTICE

UUPTWA DEPUTATION -28/09/2021 (Part-2) বদলির সমস্যা নিয়ে মাননীয় কমিশনারের সাথে আমরা বিশদে আলোচনা করি। যেসব কারণ গুলিতে শিক্ষকদের বদলি কে আটকে রাখা হচ্ছে বিভিন্ন জেলায় আমরা মূলত সেগুলোর নিরশন চেয়ে বিভিন্ন ডকুমেন্ট জমা করি। ১) আমাদের দাবি ছিল কাউকে সারপ্লাস করে কোনো বিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই কিন্তু তিনি যে বিদ্যালয়ে বর্তমানে আছেন সেখানে তার বদলির ফলে যদি ভ্যাকান্সি তৈরি হয় তাহলে DPSC own motion transfer করে সেই বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ করে শিক্ষক ঘাটতি মিটিয়ে দিক।কারণ হাইস্কুলের ক্ষেত্রে একজন শিক্ষক থাকলেও তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।প্রাথমিকে বিষয় শিক্ষক না থাকায় বদলির জটিলতা নেই।তৎসত্বেও বিভিন্ন কারণে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নাহ্য বদলির পথে অন্তরায় সৃষ্টির প্রচেষ্টা হচ্ছে।তাই একজন শিক্ষক বা শিক্ষিকা বদলি চাইলে সেই বিদ্যালয়ে কতোজন আছেন সেটা না দেখেই সবাইকে বদলি দিতে হবে।এছাড়াও কয়েকটি জেলায় অন্য জেলা থেকে আগত শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ বদলি পেলেও অনেকেই পাননি। তাদের বিষয়ে PTR জনিত কোনো বাধা না রাখার দবি করেছি আমরা। ২) দ্বিতীয় যে বিষয়টা আমরা বলি সেটা হলো আমাদের টান্সফার রুল 2002 এবং উৎসশ্রী পোর্টালে দেওয়া নির্দেশিকার দুটির মধ্যে বিস্তর ফারাক আছে সেগুলো দূর করার কথা বলি ও আমাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্য জমা দিই। ৩) তৃতীয় বিষয় হাইস্কুলের মত পৃথক পৃথক নির্দেশিকা জারি বিষয়ে আমরা অনুরোধ করি । উনি বলেছেন এটা করা হয়েছে খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। ৪)মেডিকেল গ্রাউন্ড ও স্পেশাল গ্রাউন্ডে যেসব বদলির আবেদন জমা পড়ছে তা দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাই । ৫)কোনো একটা বিদ্যালয়ে আসতে চেয়ে যদি একাধিক আবেদন জমা পড়ে তাহলে যার স্কোর বেশি তাকে যেন সেই বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয় তার দাবি জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ সুরক্ষিত হবে। ৬) একই চক্রের মধ্যে মিউচুয়াল বদলির যাতে করা যায় তার কথা বলেছি। ৭) প্রধান শিক্ষকদের বদলির বিষয় টা আমরা বলেছি। এছাড়াও আরো কিছু সংশোধনীর কথা বলেছি। আমাদের ডেপুটেশন কপিতে সব লেখা হয়নি। মূল পয়েন্ট এখানে লেখা হয়েছে।বাকিগুলো উনি পৃথকভাবে নোট করেছেন। মাননীয় কমিশনার আমাদের সব দাবির যথার্থতা মেনে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার কথা আমাদের জানিয়েছেন। আমরা আশাকরছি এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণ করে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলির বিষয়ের জটিলতা কাটিয়ে দেবেন। অন্যথায় আমরা দরকারে আইনি ব্যবস্থা নেবার কথা বলেছি। UUPTWA জিন্দাবাদ। শিক্ষক ঐক্য জিন্দাবাদ। UUPTWA STATE COMMITTEE 30/09/2021