ছাত্র-ছাত্রীদের পরিবারের পাশে #UUPTWA অতিমারীর বহুমুখী কুপ্রভাবের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে শিশুদের পুষ্টির বিষয়টি। আমরা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA) - এর উদ্যোগে শিশু শিক্ষার্থী সহ তাদের অভিভাবক এবং সাধারণ মানুষদের পাশে বারবার পুষ্টিকর খাদ্য নিয়ে উপস্থিত হয়েছি। বিগত বেশ কয়েকমাস শ্রী সত্য সাঁই আরোগ্য বাহিনীর সহায়তায় প্রতি মাসে কয়েক হাজার করে শিক্ষার্থীকে সাঁই সিউর- পুষ্টিকর পাউডার তুলে দেওয়া হয়। আজ আবার শ্রী সত্য সাঁই এর ৯৬ তম জন্মতিথি উপলক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলার ৫০০ টি পরিবারের হাতে আগামী এক মাসের জন্য পুষ্টিকর খাদ্যদ্রব্য তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ তার শুভ উদ্বোধন করা হয় শোভাপুর প্রাথমিক বিদ্যালয়ে। আমরা আমাদের পেশাগত সমস্যা নিরসনের চেষ্টার পাশাপাশি সাধ্যমতন চেষ্টা করে চলেছি সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টকে যথাসম্ভব লাঘব করতে। আমরা আশাবাদী অন্ন-বস্ত্র-বাসস্থানের সমস্যা সমাধানে সাংবিধানিক দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ আরও আন্তরিক হবেন আর আমরা শিক্ষকেরা এই দুঃসময়কে ভুলিয়ে দিতে শিক্ষার্থীদের পাশে আগের মতই সংবেদনশীল অভিভাবক হয়ে উঠব। #UUPTWA DURGAPUR SUBDIVISION 21.11.2021