AVAY GMP DOCUMENTS DOWNLOAD !!! Click/Touch               AVAY GMP ONGOING POLICY HOLDER(S) PORT !!! Click/Touch          Birthday WishClick/Touch
New msg

নোটিস

স্বাস্থ্যের সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। সকল প্রাথমিক শিক্ষকদের এই প্রথম GROUP MEDICLAIM POLICY এর মধ্যে নিয়ে আনার চেষ্টা করছে UUPTWA, আগ্রহী ব্যক্তিদের আমাদের ওয়েবসাইটের নীচে দেওয়া লিঙ্কে গিয়ে আমরা যেসব সুবিধা চাইছি সেগুলোর বিশদে

Read more...

ছাত্র-ছাত্রীদের পরিবারের পাশে #UUPTWA , অতিমারীর বহুমুখী কুপ্রভাবের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে শিশুদের পুষ্টির বিষয়টি। আমরা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA) - এর উদ্যোগে শিশু শিক্ষার্থী সহ তাদের অভিভাবক এবং সাধারণ মানুষদের পাশে বারবার পুষ্টিকর খাদ্য নিয়ে উপস্থিত হয়েছি।

Read more...

সকল প্রাথমিক শিক্ষকদের এই প্রথম GROUP MEDICLAIM POLICY এর মধ্যে নিয়ে আনার চেষ্টা করছে UUPTWA আগ্রহী ব্যক্তিদের আমাদের ওয়েবসাইটের নীচে দেওয়া লিঙ্কে গিয়ে কোটেশনটি দেখতে অনুরোধ রইল

Read more...

ছাত্র-ছাত্রীদের পরিবারের পাশে #UUPTWA , অতিমারীর বহুমুখী কুপ্রভাবের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে শিশুদের পুষ্টির বিষয়টি। আমরা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA) - এর উদ্যোগে শিশু শিক্ষার্থী সহ তাদের অভিভাবক এবং সাধারণ মানুষদের পাশে বারবার পুষ্টিকর খাদ্য নিয়ে উপস্থিত হয়েছি।

Read more...

28-09-2021 DEPUTATION বদলির সমস্যা নিয়ে মাননীয় কমিশনারের সাথে আমরা বিশদে আলোচনা করি। যেসব কারণ গুলিতে শিক্ষকদের বদলি কে আটকে রাখা হচ্ছে বিভিন্ন জেলায় আমরা মূলত সেগুলোর নিরশন চেয়ে বিভিন্ন ডকুমেন্ট জমা করি।

Read more...

সভাপতির বার্তা

পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবন্ধুদের তথা সহকর্মীদের প্রথমে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। দীর্ঘদিন ধরে চলে আসা বেতন-বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিলাম আমরা। বিভিন্ন তথ্যসহ আমরা সমস্ত দপ্তরে বারবার দরবার করেছিলাম যাতে এই সমস্যার সমাধান হয়, কিন্তু সেভাবে কেউই কর্ণপাত করেননি। আমরাও হাল ছেড়ে দিইনি। ১৫ মার্চ, ২০১৮ সালে Usthi United Primary Teachers' Association (UUPTA) নামে যাত্রা শুরু করে ২ আগস্ট ২০১৮ সালে আমরা আইনগতভাবে আত্মপ্রকাশ করি Usthi United Primary Teachers' Welfare Association নামে। খুব অল্প সময়ে তৎকালীন সম্পাদিকা মাননীয়া পৃথা বিশ্বাসের নেতৃত্বে আমরা বিধানসভা অভিযানসহ দিল্লিতে ধর্না এবং MHRD দপ্তরে দরবার পর্যন্ত করি। কলকাতার বুকে প্রায় ৭০ হাজার শিক্ষককে নিয়ে আমরা জানান দিই যে দাবিপূরণের লক্ষ্যে আমরা অনমনীয়। ততদিনে অন্যায়ভাবে আমাদের কিছু সহকর্মীদের বদলি করা হয় ৬০০ কিমি পর্যন্ত দূরের প্রত্যন্ত স্কুলগুলিতে। কোথাও আবার বন্দুকের নল দেখিয়ে থামাবার চেষ্টা করা হয়! লাঠি, লাথি, হুমকি, জলকামান, জেল, CRPC-কে আন্দোলনের সঙ্গী করে আমরা ১২ জুলাই, ২০১৯ সল্টলেকের উন্নয়ন ভবনের সামনে বসে পড়ি ধর্না অবস্থানে। ১৩ তারিখ থেকে শুরু হয় আমরণ অনশন আন্দোলনের। প্রশাসন সত্যের কাছে নত হয়ে ২৬ জুলাই, ২০১৯ সালে বাধ্য হয় বদলিপ্রাপ্তদের ফিরিয়ে আনতে এবং বেতন-বঞ্চনা আর বৈষম্য স্বীকার করে নিয়ে গ্রেড-পে বৃদ্ধির একটি অর্ডার বের করতে। এরপর আমরা তুলে নিই আমাদের অনশন আন্দোলন। তারপর থেকে শিক্ষক-শিক্ষিকাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক এবং শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষক স্বার্থে কাজ করে চলেছি। করোনা অতিমারির মধ্যে রেকর্ড পরিমাণ কাজ করেছি আমরা। করোনা রোগীদের খাবার, ঔষধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককর্মীদের বিবিধ সমস্যার পাশে দাঁড়িয়ে আমরা ২৪ ঘণ্টা কাজ করে গিয়েছি। অত্যন্ত বিপদসঙ্কুল স্থানে আমরা প্রাণের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পেরিয়ে পৌঁছে গিয়েছি ইয়াসের ত্রাণ বিতরণ করতে। মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বিস্তৃত অঞ্চলে বন্যাবিধ্বস্ত মানুষের পাশে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে দাঁড়াতে চেষ্টা করেছি। বহু অসুস্থ মানুষকে অর্থসাহায্য থেকে শুরু করে হসপিটালে ভর্তি এবং প্রয়োজনে রক্তের যোগান নিয়মিত দিয়ে চলেছি। ছাত্র-ছাত্রীদের কথা ভেবে অনলাইন ভিডিও ক্লাস সহ নিয়মিত কর্মপত্র দিয়ে চলেছি আমরা। বর্তমানে আমরা নোশনাল ইফেক্ট, সিনিয়র জুনিয়র সমস্যা, বদলি, NC, হেডটিচার সমস্যাসহ আরও অন্যান্য বিবিধ সমস্যাগুলির দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি রাখার অনুরোধ করে চলেছি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুলগুলিকে নিয়ে এবার ভাবনা চিন্তা করার সময় এসেছে। আমরা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। সবশেষে একটি কথা না-বললেই নয়, মাত্র তিনবছর সময়কালের মধ্যে অফিসবিহীন এই UUPTWA সংগঠন কীভাবে এতগুলি অসাধ্যসাধন কাজ করল তা নিয়ে একদিন অনেককেই ভাবতে হবে। আর ভার্চুয়াল e-world এর দুনিয়ায় আমরা এবার ২৪ ঘণ্টা সহায়তার লক্ষ্যে তৈরি করলাম আমাদের নিজস্ব ওয়েবসাইট www.uuptwa.com । সকল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা-বন্ধু-সহকর্মীদের প্রতি আবেদন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে থাকুন, পাশে থাকুন তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত পৌঁছে যাব। সকলকে আবারও ধন্যবাদ।

সন্দীপ ঘোষ, সভাপতি, UUPTWA

সম্পাদকীয় বার্তা

যেন হাওয়ার ভিতর থেকে বিদ্যুৎ বেরিয়ে এসে ফুল হল । পাপড়ি মেলল । যেন পদ্মপাতায় জলবিন্দুর নশ্বরতা থেকে বেরিয়ে এল শাশ্বত এক প্রতিবেদন ! গত চার বছরে দলীয় শিক্ষক সংগঠনের অন্ধ কানাগলির নিশ্ছিদ্র পৃথিবী থেকে UUPTWA এর মতো শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষকশিক্ষিকাকেন্দ্রিক একটি অমোঘ সংগঠনের জন্ম, জন্মেই আন্দোলনের একেবারে কেন্দ্রে ভাস্বর হয়ে ওঠা এবং শেষে আজ এই নিজস্ব ওয়েবসাইটের নির্মাণ , যেখানে লেখা থাকবে আমাদের হৃৎস্পন্দন, অগ্রগতি, কীর্তি ও সফলতার প্রতিটি পদক্ষেপ --- একে এইভাবেই বর্ণনা করতে পারি । আজকের এই শুভক্ষণে, সবাইকে এই ওয়েবসাইটে আন্তরিক স্বাগত জানাই । আমার আশা, যে এই ওয়েবসাইটে আমাদের সংগঠনের নানা তথ্য, ইতিহাস, পরিসংখ্যান, শিক্ষাসংক্রান্ত নানা প্রয়োজনীয় নথি, পরিকল্পনা, কর্মসূচি, স্বপ্ন এবং সদস্য শিক্ষকশিক্ষিকা ও আমন্ত্রিত মহাজনদের বক্তব্য ও বয়ান যথাযোগ্য মর্যাদায় তুলে ধরা হবে যা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার যাবতীয় কলুষ ও বাধাকে অতিক্রম করে একটি উজ্জীবিত এবং সার্থকতর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করবে । যারা UUPTWA এবং এই ওয়েবসাইট গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন, অতুলনীয় যোগ্যতায় আলোকিত করেছেন সমগ্র সংগঠনকে তাঁদের সবার প্রতি রইল বিনম্র কৃতজ্ঞতা।

ভাস্কর ঘোষ, সম্পাদক, UUPTWA

Achievements

Teachers

Members

Students

HISTORY OF UUPTWA

The inception of Usthi United Primary Teachers’ Welfare Association (UUPTWA) is greatly linked to a very logical demand conceived by a handful of teachers majorly from the Tollygunge Circle, Kolkata in 2017. To be brief, the demand was for pay hike owing to mandatory enhancement in minimum essential qualification stipulated after the enactment of RTE Act, 2009. With limited resource and manpower, the teachers lodged a petition in the High Court, Kolkata. Later, it was widely known as ‘Bela Saha Case’. However, observing the Government’s procrastination in attending the case, the same teachers felt the need of unification to put forward rigorous agitation to the Education Dept. A small union, namely West Bengal United Primary Teachers’ Association was formed in 2018. It is hardly believable the association had no permanent office to officiate from. At such moment of hurry, a teacher who resides at Usthi in the South 24 Parganas, kindly lent an address for use in official purposes. To commemorate that hearty contribution the name ‘Usthi’ was annexed. In the same time UUPTWA experienced immense spontaneous support from teachers all across the state. The pinnacle of the legitimate demand was reached on 26th July, 2019; the demand was taken care of and subsequently partly fulfilled. But it came in exchange of huge sacrifice in the form of sit-in-protest, rally, public meeting, relentless pursuance and finally hunger strike on the streets of Salt Lake, Kolkata. UUPTWA is the result of sweat and blood contributed by an enormous group of dedicated teachers. It has successfully united teachers from every corner of the state. Besides working on professional demands, UUPTWA has made its mark in social welfare as well.

UUPTWA-সামগ্রিক কর্মসূচি

১৫ মার্চ, ২০১৮

উপ্তার আত্মপ্রকাশ এবং সেদিনই প্রেস ক্লাবে কেন্দ্রীয় হারে বেতন ক্রমের দাবিতে সাংবাদিক সম্মেলন।

১৮ মার্চ, ২০১৮

বিকাশ ভবনে এডুকেশনাল সেক্রেটারিকে প্রাথমিক শিক্ষকদের আর্থিক বঞ্চনার অবসান ঘটানোর দাবিপত্র পেশ।

২৯ মার্চ, ২০১৮

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় শ্রী শান্তিরাম মাহাতো মহাশয়কে দাবিপত্র পেশ।

২৩ এপ্রিল, ২০১৮

দিল্লিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে আমাদের দাবিপত্র পেশ।

১ মে থেকে ৩০ জু্ন, ২০১৮

জেলায়-জেলায় ,সার্কেলে-সার্কেলে এস.আই.এস , চেয়ারপারসন ও ডি আই দের কাছে আমাদের দাবিপত্র পেশ ও সংবাদ-মাধ্যমে উপ্তার সংবাদ পরিবেশনের সূচনা।

১ জুন, ২০১৮

মাননীয় শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন ও উন্নয়ন ভবনের পাশে শিক্ষক সমাবেশ।

Read More....

.

Our Mission

  • To update the teachers continuously about their legitimate duty as well as to fight democratically to achieve their legitimate pay-scale, honour and other subsequent emoluments uncompromisingly .
  • To advise and suggest Government about various relevant field surveys and proposals so that the students may achieve highest desirable efficiency .
  • To give voluntary service to the society we belong in all calamities and in adverse situations by all means in the state

Our Vision

  • To serve for national and global humanitarian interests with complete faith upon the Indian Constitution .
  • To serve for Teaching Values we inherit from the very first day of our civilisation i. e, to be a good man with complete mastery over the subject we teach .
  • To serve for the students as well as for the mankind with a rational liberal outlook and thinking which does not ever discriminate upon gender, religion, race, cast or economic class .

About Us



Dear colleagues, this is a non-political group that invites every in-service primary teacher in West Bengal to join hands for demanding legitimate pay scale,betterment of educational system and welfare works in emergencies. It is known that the state stipulates NCTE norms for teachers' qualification like other states though the salary is far behind from others.Dear friends, we understand the extent of the disparity every primary teacher experiences. Hence, we have set up this platform where our dear friends are invited to share their opinions and views. Feel free to talk in Bengali/Hindi/English. Please add more members to this group. Remember, a right delayed is a right denied. We have to unite together and work fast. Thank you.